সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
18 Aug 2025 11:09 pm
![]() |
১৬ আগষ্ট সাক্ষরিত আমাদের মন পার্টি প্রতিষ্ঠাতা মালিক রোজ শনিবার ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা সহিলাটি গ্রামের বাড়িতে এবং নান্দাইল চৌরাস্তা বাঁশহাটি বাড়িতে international reform movement day দিবস পালিত হয়েছে। international reform movement day প্রতিষ্ঠা মালিক গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ এর নিজ বাড়িতে ৩০ তম জন্ম দিনে international reform movement day সাক্ষর করে আন্তর্জাতিক দিবস প্রতিষ্ঠা করছিলেন।
কারণ আমাদের মন পার্টির প্রতিষ্ঠাতা গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ ১৯৯৪ সালে ১২ আগষ্ট জন্ম গ্রহণ পর ১৬ আগষ্ট গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ এর প্রথমবার মাথার চুল কামান আপন মাতা গণতন্ত্রের মহারাণী এবং গণতন্ত্রের রানী আপন নানু লতিফা বেগম ওরফে মেক্সি এজন্য মাথা কামানো উপলক্ষ্য গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ ১৬ আগষ্ট ২৪ সালে international reform movement day ঘোষণা করছেন।
১৬ আগষ্ট ২৫ ইং তারিখে international movement day এবং ১২ আগষ্ট গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদের জন্ম দিনে international mon day
৫ টি আন্তর্জাতিক দিবস সাক্ষর করলেন। গণতন্ত্রের বন্ধু তারেক সহধর্মিণী জোবেদা, গণতন্ত্রের ক্যাপ্টেনআরাফাত, সহধর্মিণী শর্মিলা।
গণতন্ত্রের রাণী ভালোবাসার মহানায়িকা, দূর্নীতিপ্রতিরোধ মহানায়িকা জাইমা জাফিয়া বেগম খালেদা জিয়ার পরিবার লোকজন এবং গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ এর জীবন ও ভবিষ্যতে এক সঙ্গে চলাচল এক সঙ্গে বসবাস ও এক সঙ্গে জীবন ভবিষ্যতে গাঁথা তাদের জন্ম দিন উপলক্ষ্য ৫ টি আন্তর্জাতিক দিবস সাক্ষর করলেন international finger day, international transaction day , international diary day, international free day. International...... day.
উপস্থিত মোবাইল ইমু WhatsApp জুম এবং অনলাইন অফলাইনে উপস্থিত ছিলেন গণতন্ত্রের রানী, ভালোবাসার পতাকা রানী সুমাইয়া বেগম, আপন ভাই ভালোবাসার পতাকা রাজা নাজিম উদ্দীন, বাছির উদ্দিন, আনোয়ার হোসেন আলিম উদ্দিন, নাসিমা বেগম, গণতন্ত্রের হিরো / love flag hero/ love hero ঈমাম মাহাদী, গণতন্ত্র গণতন্ত্রের আইকন ঈদ বেগম, সামিয়া বেগম মিষ্টি, গণতন্ত্রের মহারাজা সাইদুল ইসলাম, গণতন্ত্রের মহারানী মাতিয়া বেগম, আপন খালা সূরুফা বেগম, রোকেয়া বেগম, আখলিমা বেগম।
১৬ আগষ্ট international reform movement day
পালিত হয়েছ ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলা আঠারো বাড়ি সহিলাটি গ্রামের বাড়িতে, গণতন্ত্রের মহারাজার বাড়ি, গণতন্ত্রের মহারানীর বাড়ি, গণতন্ত্রের রাজার বাড়ি, গণতন্ত্রের রাণীর বাড়ি এবং সহিলাটি গ্রামের বাড়িতে নানার বাড়ি", ডাক্তার বাড়ি " নামে খ্যাত মামা লুৎফুর, মামাতো ভাই বোন হাসান হোসেন এবং তাসলিমা বেগম, হাফসা বেগম , আপন নানু সব চেয়ে বয়োজ্যেষ্ঠ ১১০ বছর বয়সের গণতন্ত্রের রাণী লতিফা বেগম ওরফে মেক্সি এবং নান্দাইল উপজেলা চৌরাস্তা বাঁশহাঁটি গণতন্ত্রের flag হিরো/ love হিরো, গণতন্ত্রের হিরো এবং গণতন্ত্রের বন্ধু বাড়ি এবং নান্দাইল চৌরাস্তার নিজ বাড়ির ভাড়াটিয়ারা উপস্থিত ছিলেন।
আমাদের মন পার্টি প্রতিষ্ঠাতা মালিকের ৪৬ টি রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন, ২৭ টি আন্তর্জাতিক দিবস, উপাধি প্রতিষ্ঠা মিডিয়া প্লানিং বাড়ির ডে লিমিটেড ব্যবসার নামকরণ ৯৯ টি।
আমাদের মন পার্টির প্রতিষ্ঠাতা গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ ১২ আগষ্ট আত্মা প্রকাশ ঘোষণা করছেন, আমাদের খাজনা পার্টি, খাজনা মঞ্চ, প্রেম ভালোবাসার মঞ্চ, অর্থনৈতিক মঞ্চ, জীবন সঙ্গীনি মঞ্চ, my power party / my Trust party আমাদের সংবিধান পার্টি, আমাদের দিন পার্টি , আমাদের রাস্তা পার্টি,আমাদের আকাশ পার্টি,আমাদের শস্য পার্টি,আমাদের নিরাপদ পার্টি, আমাদের পোস্টিং পার্টি,আমাদের সকাল পার্টি, আমার যানবাহন পার্টি,আমাদের মঙ্গলবার পার্টি,আমাদের তারিখ পার্টি,আমাদের সোমবার পার্টি,আমাদের বুধবার পার্টি।
গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ ১৫ আগষ্ট আত্মা প্রকাশ করেছেন, আমাদের সিল পার্টি, আমাদের শনিবার পার্টি।গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ ১৬ আগষ্ট আমাদের বৃহস্পতিবার পার্টি আত্মা প্রকাশ করছেন।
গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ ৩১ জানুয়ারি আমাদের রবিবার পার্টি, ২২ ফেব্রুয়ারি আমাদের আত্মা প্রকাশ করেছেন আমাদের রাত পার্টি।
গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ ১২ ডিসেম্বর আমাদের শুক্রবার পার্টি আত্মা প্রকাশ করেছেন।
২৭ টি আন্তর্জাতিক দিবস প্রতিষ্ঠাতা মালিক বলেই গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ কে সিংহ পিতা এবং জীবন সঙ্গীনি কে সিংহ মাতা আখ্যায়িত কারণ হিসেবে জানিয়েছেন।
আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র কারী রাজনৈতিক অরাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে প্রেস বিবৃতি আমাদের জুলাই ঘোষণা পত্র।১২ আগষ্ট এবং ১৬ আগষ্ট ৫ টি আন্তর্জাতিক দিবস সাক্ষর করলেন গণতন্ত্রের রাজা এন ইউ আহম্মেদ। গণতন্ত্রের ক্যাপ্টেন আরাফাত, সহধর্মিণী শর্মিলা।া